তুমি যেখানে আমি সেখানে সেকি জাননা
একই বাঁধনে বাঁধা দু’জনে
ছেড়ে যাব না ।।
তুমি বৃষ্টির মেঘ
আমি রংধনু
তুমি গন্ধের ফুল
আমি তার রেণু ।।
হে হে হে…এ
একই বাঁধনে বাঁধা দু’জনে
ছেড়ে যাব না ।।
তুমি বৃষ্টির মেঘ
আমি রংধনু
তুমি গন্ধের ফুল
আমি তার রেণু ।।
হে হে হে…এ
তোমার ছায়া আমি
আমার ছায়া তুমি
একই সাথে চলি
আমার আশা তুমি
তোমার ভাষা আমি
একই কথা বলি
তুমি পৃথিবীর চোখ
আমি তার তারা
তুমি ঝর্ণার সুর
আমি তার ধারা
হে হে হে…এ
যেমন আছি পাশে
তেমন ভালবেসে
কাছে যদি থাকি
জীবন থেকে দূরে
মরণ রবে সরে
সুখে হবো সুখী
তুমি জঙ্গীর মন থেকে
নাও কথা
তুমি বন্ধুর হাত ধরে
দাও কথা
হে হে হে…এ
note:
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নাগ-পূর্নিমা
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
বছরঃ ১৯৮৩
বিভাগঃ ছায়াছবি
আমার ছায়া তুমি
একই সাথে চলি
আমার আশা তুমি
তোমার ভাষা আমি
একই কথা বলি
তুমি পৃথিবীর চোখ
আমি তার তারা
তুমি ঝর্ণার সুর
আমি তার ধারা
হে হে হে…এ
যেমন আছি পাশে
তেমন ভালবেসে
কাছে যদি থাকি
জীবন থেকে দূরে
মরণ রবে সরে
সুখে হবো সুখী
তুমি জঙ্গীর মন থেকে
নাও কথা
তুমি বন্ধুর হাত ধরে
দাও কথা
হে হে হে…এ
note:
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নাগ-পূর্নিমা
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
বছরঃ ১৯৮৩
বিভাগঃ ছায়াছবি
No comments:
Post a Comment
Thank You,