Translate

Tuesday, May 17, 2016

একবার যদি কেউ ভালোবাসতো

একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত..

note:
শিল্পীঃ সামিনা চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ জন্ম থেকে জ্বলছি
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আমজাদ হোসেন
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ছায়াছবি

No comments:

Post a Comment

Thank You,