আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।
No comments:
Post a Comment
Thank You,