ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি
তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে
কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে…
Translate
Sunday, June 19, 2016
স্পর্শের বাইরে তুমি by Tahsan
কতদিন দেখিনি তোমায়
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…
কত যে তোমাকে বেসেছি ভালো
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
Sunday, June 5, 2016
দুরে দুরে কোথাও যেও না - আদিল
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Shagorer dheu jeno tireri ashay
Ei mone jane sudhu pabe tomay
Shagorer dheu jeno tireri ashay
Ei mone jane sudhu pabe tomay
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Joto bhalobasha ache debo tomay
Koto jotno kore rakhi tomay
Joto bhalobasha ache debo tomay
Koto jotno kore rakhi tomay
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Dure gele ke mon shohe na
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Shagorer dheu jeno tireri ashay
Ei mone jane sudhu pabe tomay
Shagorer dheu jeno tireri ashay
Ei mone jane sudhu pabe tomay
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Joto bhalobasha ache debo tomay
Koto jotno kore rakhi tomay
Joto bhalobasha ache debo tomay
Koto jotno kore rakhi tomay
Jan pakhi go amar pran shokhi go
Janeri jan poraneri adh khan
Dure Dure kothao jeo na
Dure gele ke mon shohe na
Subscribe to:
Posts (Atom)